Wednesday, November 19, 2014

যে কোন এন্ড্রয়েড রুট করুন খুব সহজে

kingo root নামে একটি উইন্ডোজ সফটওয়ার দিয়ে রুট করুন যে কোন এন্ড্রয়েড। এটি দিয়ে রুট করা খুবই সহজ এবং নিরাপদ। আমি এটি দিয়ে আমার ওয়ালটন জি ৪ এবং  ট্যাব রুট করেছি। প্রথমে গুগল এ সার্চ দিয়ে অথবা এখান থেকে নামিয়ে সফটওয়ারটি  আপনার পিসিতে ইন্সটল করুন।
তারপর আপনারে
      এনড্রয়েডের ইউএসবি ডিভাগিং অপশনটি অন করে ডাটা ক্যাবল দিয়ে পিসির সঙ্গে কানেক্ট করুন। নেট কানেকট রেখে কিংগো সফটওয়ারটি ওপেন করুন। কিছু সময় নিয়ে আপনার ফোনের হার্ডওয়ার ইন্সটল নেবে। ইনস্টল সাকসেস হলে সফটওয়ারটিতে রুট অপশন আসবে। ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। রুট সাকসেস দেখাবে । এবার এন্ডয়েডের আসল মজা নিন আপনার রুটেড ডিভাইসে। কোন কারণে আমার টেকটিউনস্  আইডিতে কিছুদিন পর পরই আর লগিন হচ্ছে না। আজ আবারও পাসওয়ার্ড পরিবর্তন করে অনেক কষ্টে টিউনটা করলাম। আপনাদের উপকারে আসলে খুশি হবো। যদি আবারও আইডিতে লগিনের সমস্যা না হয় ভবিষ্যতে এন্ডয়েড বিষয়ে আরো টিউন শেয়ার করার ইচ্ছা রইলো। 

No comments:

Post a Comment