Sunday, March 15, 2015

Mobile Camera মেগা পিক্সেল 5x বাড়িয়ে Digital ক্যামেরার মত ছবি তুলুন।

Mobile Camera মেগা পিক্সেল 5x বাড়িয়ে Digital ক্যামেরার মত ছবি তুলুন।

সবাই কে সালাম ও শুভেচ্ছা, আশা করি ভালো আছেন ।আজকের পোস্টের শিরোনাম টি নিশ্চয় দেখেছেন,
Mobile Camera Megapexel বাড়িয়ে Digital ক্যামেরার মত ছবি তুলুন।

Camera Mobile up to 5x new
Mobile Camera ,Digital ক্যামেরার মত ছবি তুলুন।
এখন শিরোনাম অনুযায়ী আপনার ফোনের ক্যামেরার মেগা পিক্সেল এর সাথে
৫ গুন করলেই এই পদ্ধতির মেগা পিক্সেল পেয়ে যাবেন।




প্রয়োজনিয় উপকরনঃ
যে কোন একটি মোবাইল ফোন ক্যামেরা সম্বলিত 1mp-2mp-3mp-4mp-5mp আপনার যেমন টি আছে।
যেটাকে আমরা লেজার ও বলতে পারি।তো চলুন শুরু করি প্রথমে দোকান থেকে কেনা লেজার থেকে লেন্সটাকে রিমুভ করে নিন।সাবধান দাগ বা স্ক্যচ যেন না হয়।স্ক্যচ হলে আপনার Lenc কাজ করবে না।
Lenc রিমুভ হয়ে গেলে এবার lens টি আপনার মোবাইল ফোনের ক্যামেরার সাথে ক্লিপ অথবা আঠা দিয়ে আটকে নিন। নিচের ছবির মত করে রেখে একটি ছবি তুলে দেখুনতো।
Digital ক্যামেরার মত ছবি তুলুন।

         Mobile Camera ,Digital ক্যামেরার মত ছবি তুলুন।


এই পদ্ধতিতে ধারণ করা ছবি ...... অবাক হয়ার কিছুনেই হবেই হবে।

কোথায় পাবেন লেজার?
যে কোন ইলেকট্রনিক্স এর পার্টস এর দোকানে গিয়ে  150-200 টাকার ভিতরে পেয়ে যাবেন।

ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, শেয়ার করলে ক্রেডিট টি কিন্তু আমাকে দিবেন, নিজের নামে চালিয়ে দিবেন না যেন।

No comments:

Post a Comment