Wednesday, January 7, 2015

আপনি কি জানেন সিলিকন চিপ কি দিয়ে তৈরি হয় ?

silicon chip.jpg
বর্তমানে কম্পিউটারে যে সিলিকন চিপ ব্যবহার করা হয় তা সাধারণ বালু দিয়ে তৈরি।
সিলিকা থেকে তৈরি চিপ (কম্পিউটার হার্ডওয়্যার) ব্যাপক মাত্রার ডাটা সংরক্ষণ করতে পারে।
আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম - আইবিএম সিস্টেম/360।
প্রথমবারের মতো কম্পিউটারের মধ্যে চিপ ব্যবহার করা হয় 1976 সালে।
ইনটেল কম্পিউটার কোম্পানি প্রথম RAM চিপ আবিস্কার করে।

No comments:

Post a Comment